E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মীর কাসেম আলীর সঙ্গে তার ছেলে ও আইনজীবীদের সাক্ষাৎ

২০১৬ এপ্রিল ১৩ ১৫:১৪:০৮
মীর কাসেম আলীর সঙ্গে তার ছেলে ও আইনজীবীদের সাক্ষাৎ

গাজীপুর প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে তার ছেলে ও দুই আইনজীবী সাক্ষাৎ করেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলা সুপার প্রশান্ত কুমার বনিক জানান, বুধবার বেলা ১১টার দিকে বারিস্টার মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম, আইনজীবী মতিউর রহমান আকন্দ ও ব্যারিস্টার এহসান আব্দুল্লা সিদ্দিক তার সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। প্রায় আধা ঘণ্টা তারা কারাগারে একটি কক্ষে মীর কাসেম আলীর সঙ্গে কথা বলেন।

মীর কাসেম আলী এ কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন। গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ২০১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। পরে ফাঁসির দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়।

(ওএস/এএস/এপ্রিল ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test