E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাত খুন: এবার র‌্যাবের রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

২০১৪ জুন ০৫ ১৫:০৩:১৫
সাত খুন: এবার র‌্যাবের রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় ১৬৪ ধারায় এবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন র‌্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানা।

নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার তিনি এ জবানবন্দি দেন।

এর আগে র‌্যাবের আরেক সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আরিফ হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

বুধবার সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মেজর আরিফের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন৷

জবানবন্দিতে আরিফ বলেছেন, এই অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারী সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন। আরিফ এবং র‌্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, লে. কমান্ডার এম এম রানাসহ র‌্যাবের ১১ জন সদস্য অংশ নিয়েছিলেন৷

জবানবন্দিতে আরিফ দাবি করেন, কেবল তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এ ঘটনা ঘটাননি৷ র‌্যাব সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও বিষয়টি জানতেন৷

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও চন্দন সরকারসহ সাতজন অপহৃত হওয়ার তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

নজরুলের পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের জন্য র‌্যাবকে দায়ী করার পর এক পর্যায়ে র‌্যাব-১১ এর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ ও লেফটেন্যান্ট কমান্ডার রানাকে প্রত্যাহার এবং পরে তাদের সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়।

(ওএস/এটিআর/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test