E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে স্কুলছাত্রী হত্যায় যুবকের ফাঁসির আদেশ

২০১৬ জুন ১৯ ১১:৪৬:০৪
গাজীপুরে স্কুলছাত্রী হত্যায় যুবকের ফাঁসির আদেশ

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের কালিয়াকৈরে স্কুল ছাত্রী হত্যা মামলায় এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
 

রবিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এই ফাঁসির আদেশ দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিক্রম সরকার ওরফে বিজয় সরকার (২৪) কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের রামপদ সরকারের ছেলে।

গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ জানান, ২০১৫ সালের ১৩ অক্টোবর কালিয়াকৈর থানাধীন বোর্ডঘর বিজয় সরণী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী কবিতা দাসকে স্কুলে যাওয়ার পথে ওই স্কুলের কাছেই ছুরিকাঘাত করে। পরে কবিতাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরই আসামিকে পুলিশে দেয়া হয়।

তিনি আরো জানান, নিহতের পিতা বাদী হয়ে এ ব্যাপারে ঘটনার দিনই মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ৪ ফেব্রয়ারি আদালতে চার্জশীট দাখিল করা হয়। রবিবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক ফাঁসির আদেশ দেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট হারিছ উদ্দিন ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক।


(ওএস/এস/জুন ১৯,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test