E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হঠাৎ করেই নিম্ন আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি

২০১৬ জুন ২০ ১৩:২৪:২০
হঠাৎ করেই নিম্ন আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার : কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই পুরান ঢাকার নিম্ন আদালত পরিদর্শন করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাসে বসে প্রধান বিচারপতি সোমবার সকাল সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্ত বিচারকাজ পর্যবেক্ষণ করেন। এসময় আদালতে সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন তখন মামলার বিচারকাজ পরিচালনা করছিলেন।

এরপর তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা পরিদর্শন করেন।

পরে সকাল সাড়ে ১১টায় ঢাকার সিএমএম আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালত, জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন।

এদিকে দুপুরে সিএমএম শেখ হাফিজুর রহমান, জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুসসজামানসহ সকল বিচারকদের সঙ্গে প্রধান বিচারপতি বৈঠক করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।

(ওএস/এএস/জুন ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test