E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে আইনজীবী সোহেল হত্যায় ৫ জনের ফাঁসি

২০১৬ জুন ২৩ ১৪:৩২:৫৩
গাজীপুরে আইনজীবী সোহেল হত্যায় ৫ জনের ফাঁসি

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর বারের শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান ওরফে সোহেলকে (২৮) হত্যার দায়ে একই পরিবারের চারজনসহ পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুর অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের দক্ষিণ ছায়াবিথি এলাকার আ. রউফের স্ত্রী আমেনা বেগম, তার ছেলে মো. সজল ও বাপ্পী, একই এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. বাদল ও তিথি আক্তার। আসামিদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পী পলাতক।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৯ মার্চ শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ্জামান ওরফে সোহেলকে দক্ষিণ ছায়াবিথী এলাকায় পূর্বপরিকল্পিতভাবে দা, চাপাটি, চাকু, রামদা ও বঁটি দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে পর দিন ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভাষা সৈনিক আব্দুল জব্বােরর নাতী এইফিরোজ্জামান ওরফে সোহেল।

(আরএইচ/এএস/জুন ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test