E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় গুলির মামলায় পূর্তমন্ত্রীর সাক্ষ্য

২০১৬ জুন ২৬ ১৪:১৬:৫৬
চট্টগ্রামে শেখ হাসিনার জনসভায় গুলির মামলায় পূর্তমন্ত্রীর সাক্ষ্য

স্টাফ রিপোর্টার :চট্টগ্রামে ২৮ বছর আগে শেখ হাসিনার সমাবেশে পুলিশের গুলির মামলায় সাক্ষ্য দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ রবিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমিনের আদালতে এ মামলার ৩৭তম সাক্ষী হিসেবে সেদিনের ঘটনার বর্ণনা দেন তিনি। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। মোশাররফ হোসেন তার জবানবন্দিতে বলেন, শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে সেদিন গুলি চালানো হয়েছিল। উনাকে লক্ষ্য করে চালানো গুলি ভাগ্যক্রমে গায়ে লাগেনি।

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের আদালত ভবনে যাওয়ার পথে শেখ হাসিনাকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের ওপর পুলিশ গুলি চালালে ২৪ জন নিহত হন। মোশাররফ হোসেন আদালতকে বলেন সেদিন বিনা উসকানিতে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন জানান, তিন মাস আগে মামলাটি বিভাগীয় বিশেষ জজ আদালতে স্থানান্তর হয়ে এলে সাক্ষ্য দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ, ড. অনুপম সেনসহ ছয়জনের নামে সমন জারি করে আদালত। এর ধারাবাহিকতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন গত ২৬ মে এ মামলায় সাক্ষ্য দেন।

২৮ বছর আগের ঘটনার বর্ণনা দিয়ে অনুপম সেন সেদিন আদালতে বলেছিলেন, শেখ হাসিনাকে বহনকারী ট্রাকে তিনিসহ প্রায় ৩০ জনের মত ছিলেন। আনুমানিক বেলা ১টার দিকে ট্রাকটি আদালত ভবনের দিকে এলে গুলি শুরু হয়। বিভিন্ন জনকে গুলিকে খেয়ে আমি কাতরাতে দেখিছি। অনেককে প্রাণরক্ষার চেষ্টা করতেও দেখেছি। পরে শুনেছি গুলিতে মোট ২৪জন মারা গেছেন। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর ১৯৯২ সালের ৫ মার্চ চট্টগ্রাম আদালতের আইনজীবী শহীদুল হুদা বাদী হয়ে তৎকালীন পুলিশ কমিশনার মীর্জা রকিবুল হুদাকে প্রধান আসামি করে মহানগর মুখ্য হাকিম আদালতে ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেন ওই ঘটনায়।



(ওএস/এস/জুন২৬,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test