E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ২ র‌্যাব সদস্যের সাক্ষ্য গ্রহণ

২০১৬ জুন ২৭ ১৭:০৪:১৭
নারায়ণগঞ্জে সাত খুন মামলায় ২ র‌্যাব সদস্যের সাক্ষ্য গ্রহণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে সাত খুন মামলায় দুই র‌্যাব সদস্যের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তৎকালীন র‌্যাব-১১- তে কর্মরত দুই র‌্যাব সদস্য ল্যান্স নায়েক নাজিমউদ্দিন ও সৈনিক মিলন হোসেনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত আগামী ১১ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের প্রাক্তন তিন কর্মকর্তা, লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

(ওএস/এএস/জুন ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test