E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালাস চেয়ে মহিবুর-রাজ্জাকের আপিল

২০১৬ জুন ৩০ ১৪:০৯:০০
খালাস চেয়ে মহিবুর-রাজ্জাকের আপিল

স্টাফ রিপোর্টার : একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত হবিগঞ্চের তিন রাজাকারের দু’জন দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন। গত ১ জুন দণ্ডপ্রাপ্ত তিনজনের বাকি একজন এখনো আপিল করেননি। তিনি আপিল করবেন কি না সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

বৃহস্পতিবার যে দু’জন আপিল করেছেন তারা হলেন- মহিবুর রহমান বড় মিয়া ও তার ভাই আব্দুর রাজ্জাক। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মহিবুরকে মৃত্যুদণ্ডাদেশ ও রাজ্জাক এবং মুজিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন।

মহিবুর ও রাজ্জাকের আপিলের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন।

আপিলের বিষয়টি নিশ্চিতে করেছেন অ্যাডভোকেট মাসুদ রানা। ২৭ পৃষ্ঠার মূল আবেদনের সঙ্গে ১০টি গ্রাউন্ডে ৪৮৩ পৃষ্ঠার আবেদনপত্র জমা দেয়া হয়েছে।

১ জুনের ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

মহিবুর ও মুজিবুরের বিরুদ্ধে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি তদন্ত শুরু হয়। গত বছর ১০ ফেব্রুয়ারি তদন্তের স্বার্থে মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়াকে গ্রেফতারের আবেদন জানান প্রসিকিউশন। ওইদিনই ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করলে বানিয়াচং থেকে তাদের গ্রেফতার করে স্থানীয় পুলিশ। ১২ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অপরদিকে, গত বছরের ১৯ মে মহিবুর-মুজিবুরের চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে মৌলভীবাজারের আথানগিরি পাহাড় থেকে গ্রেফতার করা হয়। ওইদিনই ট্রাইব্যুনালে তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেয় প্রসিকিউশন। ২৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু হয়।

উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এই তিন ভাই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন এবং পাকিস্তানি দখলদার বাহিনীর সহযোগিতায় গঠিত রাজাকার বাহিনীতে যোগ দেন।

(ওএস/এএস/জুন ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test