E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানা প্লাজা ধস হত্যা মামলায় ৪১ জনের বিচার শুরু

২০১৬ জুলাই ১৮ ১৬:১৬:০৩
রানা প্লাজা ধস হত্যা মামলায় ৪১ জনের বিচার শুরু

স্টাফ রিপোর্টার : সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত মামলাটির বিচার শুরু হলো।

সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ অভিযোগ গঠন করেন।

অভিযোগ গঠনের সময় বিচারক সোহেল রানাসহ বাকি আসামিদের দোষী, না নির্দোষ প্রশ্ন করলে আসামিরা তাঁদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

অভিযোগ গঠন শেষে বিচারক আগামী ১৮ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করেন। এ ছাড়া বিচারক পলাতক সাত আসামিকে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেন।

গত বছরের ১ জুন ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় সাক্ষী করা হয়েছে মোট ৫৯৪ জনকে।

২০১৩ সালের ২৫ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানায় আলাদা দুটি মামলা করা হয়। এর একটি অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের করা হত্যা মামলা এবং অপরটি ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজউকের ইমারত আইনে দায়ের করা মামলা।

এ ছাড়া ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ এক হাজার ১৩৪ জন নিহত হওয়ার ঘটনায় ভবন মালিক সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে একটি অবহেলাজনিত হত্যা মামলা দায়ের করেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এ সময় ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাকশ্রমিক। উদ্ধার অভিযানে এক হাজার ১৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

(ওএস/এএস/জুলাই ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test