E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

মন্ত্রী মোশররফের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

২০১৬ জুলাই ২১ ১২:৩১:০৭
মন্ত্রী মোশররফের বিরুদ্ধে দুদকের মামলা চলবে


স্টাফ রিপোর্টার :সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের দায়েরকৃত দুর্নীতির মামলা চলবে মর্মে রায় দিয়েছে হাইকোর্ট। এই মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে তার করা আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। একই সঙ্গে তাকে আগামী ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেয়।

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে মোশাররফ হোসেনের প্রায় ৩ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলাটি যখন তদন্তের শেষ পর্যায়ে তখন এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে একটি আবেদন দায়ের করেন। ওই আবেদনের শুনানি নিয়ে উপরোক্ত হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত ও রুল জারি করে।

সম্প্রতি এই রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মোশাররফের পক্ষে আব্দুল মতিন খসরু ও দুদকের পক্ষে খোরশেদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট আজ এ রায় দেয় বলে জানান দুদক কৌসুলী।



(ওএস/এস/জুলাই ২১,২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test