E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জে চার শিশু হত্যা মামলায় আসামিদের জামিন নামঞ্জুর

২০১৬ জুলাই ২৫ ১৫:০৭:০৪
হবিগঞ্জে চার শিশু হত্যা মামলায় আসামিদের জামিন নামঞ্জুর

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চার শিশু হত্যা মামলায় কারাগারে আটক ৪ জন আসামির জামিন নামঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে পলাতক ৩ আসামির মালামাল ক্রোকের আদেশও দেয়া হয়।

সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এ আদেশ দেন। আগামী ৭ আগস্ট মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সোমবার নির্ধারিত তারিখে উক্ত মামলায় কারাগারে আটক আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়ে মিয়া এবং হাবিবুর রহমান আরজুর জামিনের আবেদন করেন তাদের পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক এ আবেদন নামঞ্জুর করেন।

এ সময় উক্ত ঘটনায় আটক দুটি সিএনজি অটোরিকশার মালিকানা নির্ধারণের জন্য যে প্রতিবেদন চাওয়া হয়েছিল তা দ্রুত দিতে বিআরটিএকে তাগিদ দেয়া হয়। এ মামলায় পলাতক আসামি উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়ার মালামাল ক্রোকের আদেশও দেন বিচারক।

উল্লেখ্য, হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গত ১২ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রিয়ারী বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদেরমিরদেহ উদ্ধার করে পুলিশ।

হৃদয়বিদারক এ ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। উক্ত ঘটনায় করা মামলার তদন্তভার পান ডিবি পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুকতাদির হোসেন। তিনি ৪৮ দিন তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

এতে অভিযুক্ত করা হয়- পঞ্চায়েত সর্দার আব্দুল আলী বাগাল, তার ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া, ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদ, অন্যতম সহযোগী হাবিবুর রহমান আরজু, উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়াকে। তাদের মাঝে এখন পর্যন্ত পলাতক রয়েছে উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া।

(ওএস/এএস/জুলাই ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test