E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তথ্যমন্ত্রীর বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

২০১৬ জুলাই ২৬ ১৫:৩১:০৫
তথ্যমন্ত্রীর বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

স্টাফ রিপোর্টার : টিআর ও কাবিখা প্রকল্পে চুরির জন্য সংসদ সদস্যসহ জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর দেয়া বক্তব্যের বিচার বিভাগীয় তদন্ত করার দাবি নিয়ে রিট করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন তিনি। কেবিনেট সচিব, স্থানীয় সরকার সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিবসহ সাতজনকে এই রিটের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে এমপিদের মাধ্যমে টিআর-কাবিখা কেন বণ্টন করা হয়, স্থানীয় প্রতিনিধিদের বণ্টনের নির্দেশ কেন দেওয়া হবে না সে বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে এসব অনিয়মের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনাও চাওয়া হয়েছে।

মূলত স্থানীয় পর্যায়ে সরকারি টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে মঙ্গলবার দুপুরে জনস্বার্থে আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।

টিআর-কাবিখার অর্ধেক বরাদ্দ সংসদ সদস্যদের পেটে চলে যায়; তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গত ২৪ জুন (রবিবার) এক অনুষ্ঠানে এমন বক্তব্য দেন। সংবাদপত্রে প্রকাশিত এই বক্তব্যের কপি সংযুক্ত করা হয় রিটে।

রিটে মন্ত্রী পরিষদ সচিব, খাদ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, কৃষি সচিব, অর্থ সচিব এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকেও বিবাদী করা হয়েছে।

আবেদনের বিষয়ে ইউনুছ আলী আকন্দ বলেন, ‘এমপিরা আইন প্রণয়ন করবে। আর স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্য ও সরকারি বরাদ্দ বণ্টনের দায়িত্ব হচ্ছে স্থানীয় প্রতিনিধিদের। অথচ সংসদ সদস্যদের পেটে সেই বরাদ্দের বেশির ভাগ অর্থ চলে যাচ্ছে। এমপিদের এ ধরনের দায়িত্ব পালন সংবিধানের ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। গরীবের হক যাতে কেউ অবৈধভাবে গ্রাস করতে না পারে এ কারণেই জনস্বার্থে রিটটি দায়ের করেছি।’

(ওএস/এএস/জুলাই ২৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test