E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক পেটানোর মামলায় সাবেক সাংসদ রনির বিচার শুরু

২০১৬ জুলাই ২৮ ১৫:১৬:৪৬
সাংবাদিক পেটানোর মামলায় সাবেক সাংসদ রনির বিচার শুরু

স্টাফ রিপোর্টার : সাংবাদিককে পেটানোর মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিচার শুরুর জন্য অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে তার (রনি) বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী আসামি গোলাম মাওলা রনির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন। এ সময় রনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রত্যাশা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২০ জুলাই পটুয়াখালীর তৎকালীন সংসদ সদস্য গোলাম মাওলা রনি ঢাকার তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের অফিসে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও চিত্রগ্রাহক মহসিন মুকুলকে মারধর করে আটক করে রাখেন।

এ ঘটনায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুস আলী শাহবাগ থানায় রনির বিরুদ্ধে একটি মামলা করেন।

২০১৪ সালের ২৬ জুন শাহবাগ থানার উপ-পরিদর্শক আবু জাফর সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

(ওএস/এএস/জুলাই ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test