E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারো আটদিনের রিমান্ডে হাসনাত

২০১৬ আগস্ট ১৩ ১৭:৫৭:৫৬
আবারো আটদিনের রিমান্ডে হাসনাত

স্টাফ রিপোর্টার : নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মামলায় ফের আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার ৫৪ ধারায় আটদিনের রিমান্ড শেষে হাসনাত করিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাকে গুলশান হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে (শ্যো’ন অ্যারেস্ট) দশদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

শুনানি শেষে আটদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হকের আদালত।

গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ খানকে গত ০৩ আগস্ট রাতে গুলশান ও বারিধারা এলাকা থেকে আটক করা হয়। পরদিন ০৪ আগস্ট দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তাদের ৫৪ ধারায় গ্রেফতার (শ্যো’ন অ্যারেস্ট) দেখিয়ে প্রত্যেকের দশদিন করে রিমান্ডের আবেদন জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ূন কবির। তাদের প্রত্যেকের আটদিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূরুন্নাহার ইয়াসমিনের আদালত।

প্রথম দফা রিমান্ডের পর শনিবার দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হলো হাসনাতকে।

অন্যদিকে তাহমিদকে ৫৪ ধারায় শনিবার থেকে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাকেও প্রথম দফায় রিমান্ড শেষে সিএমএম আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. গোলাম নবীর আদালত।

গত ০১ জুলাই ওই রেস্টুরেন্টে হামলার পর ভোরে সপরিবারে বাইরে বের হয়ে আসেন বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম। আর কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ খানকে কমান্ডো অভিযানের সময় বের করে আনা হয়। তিনি একজন ব্যবসায়ীর সন্তান।

(ওএস/এএস/আগস্ট ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test