E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে হিমু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

২০১৬ আগস্ট ১৪ ১৬:৩৫:০০
চট্টগ্রামে হিমু হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে স্কুলছাত্র হিমাদ্রী হিমু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম এ রায় দেন। 

দু-দফা পেছানোর পর রবিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। গত বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরুল ইসলাম এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ২৮ জুলাই রায় ঘোষণার কথা থাকলেও বিচারক ছুটিতে থাকায় তা পিছিয়ে ১১ আগস্ট রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। এরপর ১০ আগস্ট জানা যায়- পরদিন ‘ফুল কোর্ট রেফারেন্স’ থাকবে। এ কারণে ওইদিনও রায় ঘোষণা হয়নি।

মামলার বিবরণে জানা গেছে, নগরীর পাঁচলাইশ এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামে একটি বাড়িতে হিমাদ্রী মজুমদার হিমুকে কুকুর লেলিয়ে দিয়ে নির্মম নির্যাতন করে ছাদ থেকে ফেলে দেয় কয়েকজন তরুণ। এ ঘটনার ২৬ দিন পর ঢাকার একটি হাসপাতালে হিমু মারা যান। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিলেন।

(ওএস/এএস/আগস্ট ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test