E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এনটিভি’র আতিক হত্যা মামলায় পুনরায় চার্জগঠন

২০১৪ জুন ১০ ১৫:৩৯:৪৬
এনটিভি’র আতিক হত্যা মামলায় পুনরায় চার্জগঠন

স্টাফ রিপোর্টার : এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম হত্যা মামলা রায়ের পর্যায় থেকে প্রত্যাহার করে পুনরায় চার্জগঠন করেছে ট্রাইব্যুনাল।

মঙ্গলবার মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলায় পূর্বের চার্জগঠন ত্রুটিযুক্ত হওয়ায় মঙ্গলবার ট্রাইব্যুনাল চার্জ পরিবর্তন করে দণ্ডবিধির ৩০২/৩৯৪ ধারায় চার্জ গঠন করেন। পূর্বে ৩৯৬ ধারায় চার্জগঠন করা হয়েছিল।

বাদীপক্ষে আইনজীবী রায়হান মোর্শেদ জানান, দ্বিতীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুজ্জামান চার্জ পরিবর্তন করে আগামী ১৫ জুন পুনরায় যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন।

মামলার ২৯ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

এর আগে ২০১০ সালের ২২ জুন সকল আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগে এবং ওই বছরেরই ৬ অক্টোবর ডাকাতির অভিযোগে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

আসামিরা হলেন, আব্দুল্লাহ মো. ইবনে আলী সরকার ওরফে নাহিদ, খোকন, শাকিল শিকদার ও ফোরকান। আসামি নাহিদ ও শাকিল মামলার শুরু থেকেই কারাগারে আটক আছেন।

রবিবার ফোরকানের জামিন বাতিল করে কারাগারে নেওয়া হয়। আসামি খোকন পলাতক।

মামলার এজাহারে বলা হয়, নিহত আতিকুল ইসলাম এনটিভির ভিডিও এডিটর হিসাবে কাজ করে আসছিলেন। প্রতিদিনের মতো ২০০৯ বছরের ১৩ ফেব্রুয়ারি রাত ৮টার সময় এনটিভির কাজ শেষ করে তার লাল রংয়ের ডিসকভারি মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে ঢাকার টঙ্গী ডাইভারশন রোডের মগবাজার রেল ক্রসিংয়ের অনুমান ২০ গজ আগে তালতলা গলির ভিতর জনৈক বাবুলের চায়ের দোকানের সামনে আসলে সন্ত্রাসীরা আতিকুল ইসলামকে পরপর দুটি গুলি করে তার মোটরসাইকেল ছিনতাই করে।

জনৈক পথচারী জাফর ও টিটু তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।

ঘটনার পরদিন ১৪ ফেব্রুয়ারি নিহতের ভাই আবু বকর সিদ্দিক বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের ঘটনা তদন্ত করে ওই বছরের ৯ অগাস্ট আব্দুল্লাহ মো. ইবনে আলী সরকার ওরফে নাহিদ, মো. খোকন, মো. শাকিল শিকদার ও ফোরকানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আব্দুল্লাহ মো. ইবনে আলী সরকার ওরফে নাহিদ, মো. শাকিল শিকদার ম্যাজিষ্ট্রেটের নিকট জবানবন্দি প্রদান করে।

(ওএস/এটিআর/জুন ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test