E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশিয়ান সিটির প্রকল্পের বৈধতা সংক্রান্ত রিভিউয়ের রায় স্থগিত

২০১৬ আগস্ট ২২ ১১:২৩:৩১
আশিয়ান সিটির প্রকল্পের বৈধতা সংক্রান্ত রিভিউয়ের রায় স্থগিত

স্টাফ রিপোর্টার :রাজধানীর উত্তরায় অবস্থিত আশিয়ান সিটি প্রকল্প বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এই প্রকল্পের প্লট ও বিজ্ঞাপন দেয়াসহ  সকল ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। এছাড়া হাইকোর্টের রায় বহাল প্রেক্ষিতে রিটকারী পক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। ঐ সময় পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে জানিয়েছেন জেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।

এর আগে গত ১৬ আগস্ট এক রিভিউ আবদেন মঞ্জুর করে আশিয়ান সিটির প্রকল্পকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ। এর আগে ঐ বেঞ্চ এই প্রকল্পকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল। পরে রিভিউ চেয়ে আবেদন করে আশিয়ান সিটি কর্তৃপক্ষ। এদিকে প্রকল্পের বৈধ সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রিটকারী সংগঠনগুলোর আবেদনের ওপর আজ আপিল বিভাগের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আশিয়ান সিটির পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, রিটকারী সংগঠনের পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।

২০০৬ সালে উত্তরখান ও দক্ষিণখান এলাকায় আশিয়ান সিটি প্রকল্পের কাজ শুরু হয়। ২০১২ সালের ডিসেম্বর মাসে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেই এই অভিযোগে এই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

২০১৩ সালে হাইকোর্ট আশিয়ান সিটির ওই প্রকল্পের কার্যক্রম অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে হাইকোর্টের ওই বৃহত্তর বেঞ্চে রিভিউ আবেদন দাখিল করেন আশিয়ান সিটি কর্তৃপক্ষ। পরে হাইকোর্ট অবৈধ ঘোষণার রায় বাতিল করে ঐ রিভিউ মঞ্জুর করে। আজ আপিল বিভাগ হাইকোর্টের রিভিউয়ের রায় বাতিল করে দেয়।








(ওএস/এস/আগস্ট২২,২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test