E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এরশাদের সাজার বিরুদ্ধে আপিলের দ্রুত শুনানি চেয়েছে দুদক

২০১৬ আগস্ট ২২ ১৪:১০:৫৪
এরশাদের সাজার বিরুদ্ধে আপিলের দ্রুত শুনানি চেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার : দুর্নীতির একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাজার বিরুদ্ধে দুই যুগ আগে করা আপিলের দ্রুত শুনানি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার শুনানির জন্য মামলাটি কার্যতালিকায় থাকতে পারে বলে জানান দুদকের আইনজীবী। সোমবার দুদকের পক্ষে তাদের আইনজীবী খুরশীদ আলম খান এই মামলায় আপিল শুনানির দিন ঠিক করার জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন করেছেন।

এর আগে ২০১২ সালের ২৬ জুন এই মামলায় দেয়া রায়ের বিরুদ্ধে এরশাদের আপিলে পক্ষভুক্ত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আপিলে পক্ষভুক্ত হতে দুদকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুদকের আবেদন মঞ্জুর করেন। এরপর এখন পর্যন্ত মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ দুই যুগ পার আবার মামলাটি শুনানির উদ্যোগ নিচ্ছে দুদক।

১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে। এ অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ সেনানিবাস (ক্যান্টমেন্ট) থানায় মামলা করেন। মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।

ওই মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের রায়ে এরশাদকে তিন বছরের সাজা ঘোষণা করে রায় দেন। একই সঙ্গে ওই অর্থ ও একটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে এরশাদ ১৯৯২ সালে হাইকোর্টে আপিল আবেদন করেন। আদালত আপিল গ্রহণ করে রায়ের কার্যকারিতা স্থগিত করেন ও নিম্ন আদালতের নথি তলব করেন।

(ওএস/এএস/আগস্ট ২২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test