E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে বাবর হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড

২০১৬ আগস্ট ৩০ ১৪:১১:৩৯
লক্ষ্মীপুরে বাবর হত্যা মামলায় ১১ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে যুবদল কর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এসময় ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। লক্ষ্মীপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী মঙ্গলবার দুপুরে এ  রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্তরা হলেন- তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালামুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।

আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে সদর উপজেলার তিতারকান্দি গ্রামে বাবরকে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নুর আলম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আদালত ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত ১১ আসামির মৃত্যুদণ্ড ও চারজনকে বেকসুর খালাসের আদেশ দেন।

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test