E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রিজভীদের চার্জ শুনানি পিছিয়ে ৫ আগস্ট

২০১৪ জুন ১৫ ১২:২২:১০
রিজভীদের চার্জ শুনানি পিছিয়ে ৫ আগস্ট

স্টাফ রিপোর্টার : পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকসহ ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়েছে।

রবিবার আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া চার্জ শুনানি পিছিয়ে আগামী ৫ আগস্ট দিন ধার্য করেছেন।

মামলার দুই আসামি রুহুল কবীর রিজভী ও জয়নুল আবদীন ফারুক অসুস্থ থাকায় তাদের পক্ষে সময়ের আবেদন করা হয়েছিল বলে জানান আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

গত বছরের ১১ মার্চ বিকেলে বিএনপির নয়াপল্টন অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার মাধ্যমে জনমনে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রুহুল কবির রিজভী ও জয়নুল আবদিন ফারুকসহ বিএনপির ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মো. শাহজাহান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

ওই দিনই বিকেলে নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় অফিসের অভিযান চালিয়ে ১৫৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

২৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মাহবুবুল হাসান বিএনপি ও ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।


(ওএস/এটিআর/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test