E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিল্কি হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ

২০১৪ জুন ১৭ ১৬:২০:২৯
মিল্কি হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ

স্টাফ রির্পোটার : ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় মূল আসামি বাদ পড়ার অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলাটি সিআইডিকে দিয়ে পুনঃতদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়ার আদালতে শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

একই সঙ্গে এএসপি সমমর্যাদার কর্মকর্তা দিয়ে মামলাটি পরিচালনা করার আদেশ দেন আদালত।

এর আগে গত ৯ জুন মামলার বাদী ও নিহত মিল্কির ভাই রাশেদুল হক খান মিল্কি আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর রিপনের মাধ্যমে সংশ্লিষ্ট জিআর সেকশনে নারাজি আবেদন জমা দেন। তবে ওইদিন মামলার মূল নথি না থাকায় ঢাকা মহানগর হাকিম মোঃ হাসিবুল হক শুনানির জন্য ১৭ জুন দিন ধার্য করেন।

অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজিতে বলা হয়, তদন্তকারী কর্মকর্তা মামলাটি ভিন্ন দিকে প্রভাবিত করতে মূল আসামিদের নাম অভিযোগপত্রে উল্লেখ করেননি। এ ছাড়া একটি প্রভাবশালী মহলের চক্রান্তে মূল আসামিদের বাদ দেয়া হয়েছে।

এর আগে ১৫ এপ্রিল মিল্কি হত্যা মামলায় ১১ জনকে অভিযুক্ত করে র‌্যাব-১ এর তদন্তকারী কর্মকর্তা কাজেমুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৯ জুলাই রাতে রাজধানীর গুলশান বিপণীকেন্দ্র শপার্স ওয়ার্ল্ডের সামনে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কিকে গুলি করে হত্যা করা হয়। মিল্কি ঢাকা মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
(ওএস/এএস/জুন ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test