E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাঁচ বছরে ৬৪ হাজার ৫৪৬টি মামলার নিষ্পত্তি

২০১৭ এপ্রিল ২৮ ১৪:০৩:০৭
পাঁচ বছরে ৬৪ হাজার ৫৪৬টি মামলার নিষ্পত্তি

স্টাফ রিপোর্টার : ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৩৩৯ জনকে মামলায় আর্থিক সহায়তা দিয়েছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।

এছাড়া সংস্থাটি কারাগারে আটক ৪০ হাজার ৭১৫ জনকে আইনগত সহায়তা দেয়ার পাশাপাশি মোট ৬৪ হাজার ৫৪৬টি মামলা নিষ্পত্তি করেছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার থেকে বঞ্চিত প্রার্থীদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম এ সংস্থা গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত মোট ২ লাখ ৩১ হাজার ৬২৬ জন সরকারি আইনি সেবা পেয়েছেন।

অসহায়-সম্বলহীনদের বিচার প্রাপ্তিতে সহায়তা বিষয়ে সচেতন করার লক্ষ্যে ২৮ এপ্রিল (শুক্রবার) দেশব্যাপী ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালন করা হবে।

‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়’ স্লোগান নিয়ে পঞ্চমবারের মতো শুক্রবার দিবসটি পালিত হচ্ছে।

প্রজাতন্ত্রের সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান ও আইনের সমান আশ্রয়লাভের অধিকারী। জনগণের এ মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থীকে আইনগত সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণয়ন করা হয়। গঠন করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।

জানা যায়, এ আইনের সফল বাস্তবায়নে সরকার বঞ্চিত এসব জনগণকে অবহিতকরণসহ জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

সরকারি আইনি সেবা দেয়ার বিষয়ে ব্যাপকভাবে জনসচেতনতা গড়ে তুলতে ২০১৩ সালে মন্ত্রিসভার বৈঠকে ২৮ এপ্রিলকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করা হয়।

এছাড়া আইনি সহায়তা কার্যক্রমকে গতিশীল ও সেবাবান্ধব করতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আওতায় প্রত্যেক জেলায় জেলা লিগ্যাল এইড অফিস স্থাপনসহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চৌকি আদালত ও শ্রম আদালতে লিগ্যাল এইডের কার্যক্রম চালু করা হয়েছে।

জেলা লিগ্যাল এইড অফিসগুলোতে একজন করে সিনিয়র সহকারী জজ/সহকারী জজ পদমর্যাদার অফিসারকে ‘জেলা লিগ্যাল এইড অফিসার’ হিসেবে নিয়োগ দেয়া হয়।

এসব অফিসে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ রাখা হয়নি। মামলা জট কমানোর জন্য এ অফিসগুলোকে ‘এডিআর কর্ণার’ বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল’ হিসেবেও প্রতিষ্ঠা করা হয়েছে।

সরকারি আইনি সেবা আরো বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে ইতোমধ্যে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ‘১৬৪৩০’ চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা নিতে পারছেন।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে জেলা লিগ্যাল এইড অফিসগুলোকে কাজে লাগাতে পারলে বিদ্যমান মামলাজট কমানোর পাশাপাশি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে আরো একধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে।

বিচারক, আইনজীবী, সরকারি-রেসরকারি সংগঠন ও গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতায় সরকারি আইনি সেবা কার্যক্রম আরও কার্যকর, গতিশীল ও শক্তিশালী হবে এই প্রত্যাশা করেন সংগঠনটি।

(ওএস/এসপি/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test