E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গতিশীলতা আনতে সুপ্রিম কোর্টে ২০তলা ভবন

২০১৭ মে ০২ ১২:২৮:৫৭
গতিশীলতা আনতে সুপ্রিম কোর্টে ২০তলা ভবন

নিউজ ডেস্ক : সুশাসন নিশ্চিত করার জন্য যথাসময়ে বিচার নিষ্পত্তি করা জরুরি। এ জন্য সুপ্রিম কোর্টের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে ২০তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ করছে সরকার। দাফতরিক কাজের অনুকূল পরিবেশ তৈরি, সুপ্রিম কোর্ট পরিচালনায় অফিস স্পেস বাড়াতে এ ভবন নির্মাণের প্রকল্প প্রকল্প হাতে নেয়া হচ্ছে।

জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩২১ কোটি ৫৯ লাখ টাকা। চলতি বছর থেকে ২০২০ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদফতর।

গণপূর্ত অধিদফতর সূত্রে জানা গেছে, বিচার বিভাগ বর্তমান অবকাঠামো এবং স্পেস নিয়ে যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে পারছেন না। সে লক্ষ্যেই এ ২০তলা প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় শূন্য দশমিক ৭ (০.৭) একর জমিতে ৪ লাখ ৪১ হাজার ৭৫৩ দশমিক ৩১ বর্গফুটের অফিস স্পেস নির্মাণ করা হবে।

এ ছাড়া ৪০০ আসনের একটি কনফারেন্স রুম, দুইটি ক্যাফেটেরিয়া, একটি সুইমিং পুলও থাকবে। পাশাপাশি লিগ্যাল এইড অফিস, মেডিকেল সেন্টার, ডে কেয়ার সেন্টার, লাইব্রেরি, জিমনেশিয়াম থাকবে। বিদ্যুতায়নের পাশাপাশি পানি সরবরাহ নিশ্চিত করতে ২ লাখ গ্যালন ভূ-গর্ভস্থ জলাধার রাখা হবে।

১ হাজার ২০০ মিটারের একটি রানিং কম্পাউন্ড ও ৩ হাজার বর্গমিটারের কংক্রিটের সড়ক থাকছে এ প্রকল্পের আওতায়। কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের জন্য একটি জিপ, একটি কার, একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল কেনা হবে।

এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য জুয়েনা আজিজ বলেন, প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ। আগামী একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।

(ওএস/এসপি/মে ০২, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test