E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বঙ্গবন্ধুর কারণে বিচারপতির চেয়ারে বসেছি’

২০১৭ আগস্ট ১৫ ১৪:১৫:১৫
‘বঙ্গবন্ধুর কারণে বিচারপতির চেয়ারে বসেছি’

স্টাফ রিপোর্টার : আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারতি আব্দুল ওয়াহাব মিঞা বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আজ আমি বিচারপতির চেয়ারে বসতে পেরছি।’

জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জাতির জনককে নিয়ে সন্দেহের কোনো অবকাশ নাই। যখন ৭০ সালে নির্বাচন হয় তখন আমি বিএ ক্লাসের ছাত্র। তখন ইস্ট পাকিস্তানে বঙ্গবন্ধু ছাড়া আর কোনো নেতা ছিল না এবং কল্পনাও করে নাই। সবারই এক নেতা।’

তিনি বলেন, ‘উনি (বঙ্গবন্ধু) ছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেখানে আমি আজকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হতে পেরেছি। পাকিস্তান থাকলেও হাইকোর্টের হয়তো হওয়া যেত, কিন্তু পাকিস্তানে বিচারপতি হওয়া কল্পনার বাইরে ছিল।’

বিচারপতি ওয়াহাব মিঞা আরও বলেন, ‘কাজেই বঙ্গবন্ধুকে স্মরণ করি, এই জন্যে স্মরণ করি যে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক এবং সেইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের জ্যেষ্ঠ বিচারপতির আসনে আসীন আছি।’

(ওএস/এসপি/আগস্ট ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test