E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘তথ্য অধিকার আইনের সচেতনতা বাড়াতে হবে’

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৬:১৬:৩৪
‘তথ্য অধিকার আইনের সচেতনতা বাড়াতে হবে’

স্টাফ রিপোর্টার : যে কোনো বিষয়ে তথ্য জানা নাগরিকের অধিকার। তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বাড়াতে হবে। সুপ্রিম কোর্ট বার ভবনে তথ্য অধিকার আইন নিয়ে সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

সেমিনারে কি-নোট উপস্থাপন করেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক ড. মো. আব্দুল হাকিম। তিনি বলেন, তথ্য অধিকার আইনে বলা হয়েছে, জনগণকে তথ্য দিতে সব সরকারি-বেসরকারি অফিসে তথ্য কর্মকর্তা থাকবে। তারা জনগণকে তথ্য দিতে বাধ্য থাকবে।

নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে আইনের আশ্রয় নেয়া যাবে। তবে ব্যক্তিগত গোপনীয় বিষয়, আদালত অবমাননা হবে এরকম কোনো তথ্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় এ আইনের আওতায় পড়বে না।

ড. মো. আব্দুল হাকিম জানান, ২০০৯ সালের জুলাই মাসে তথ্য অধিকার আইন কার্যকর হওয়ার পর প্রথম বছরে তথ্য চেয়ে ২৫ হাজার আবেদন জমা পড়েছিল। কিন্তু প্রতি বছর এই আবেদনের সংখ্যা কমছে। অথচ ভারত, শ্রীলঙ্কায় তথ্য চেয়ে আবেদনের সংখ্যা বেড়ে চলছে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সভাপতি প্রাক্তন বিচারপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইকোনোমিক জোন অথরিটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব মো. দাউদ মিয়া ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোল্লা মিজানুর রহমান।

সেমিনারে অ্যাডভোকেট আফসানা বেগম, তন্ময় রহমান শান্তা, আনিছুর রহমান খান, সৃজনী ত্রিপুরা, তানজিনা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test