E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাভিজার কাছে ১০ গণকবরের সন্ধান

২০১৭ অক্টোবর ০৮ ১৫:২১:২৪
হাভিজার কাছে ১০ গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সদ্য মুক্ত হাভিজা শহরের কাছে ১০টি গণকবরের সন্ধান পেয়েছে জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি। এসব কবরে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক লোকজনের দেহাবশেষ পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে- উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এসব মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করে গণকবর দিয়েছে। কবরগুলোর সন্ধান পাওয়া গেছে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের হাভিজা শহরের উপকণ্ঠে।

হাশ্‌দ আশ-শাবি আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, হাভিজা শহরের দক্ষিণে পরিচ্ছন্নতা অভিযানের সময় এসব কবরের সন্ধান পাওয়া যায়। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়া এ খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতদের পরিচয় বের করার চেষ্টা করছে হাশ্‌দ আশ-শাবি। হাভিজা শহরে দায়েশ পরিচালিত একটি জেলখানারও সন্ধান পেয়েছে জনপ্রিয় এ সংগঠন।

(ওএস/এসপি/অক্টোবর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test