E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ট্রাম্পের আচরণ বেপরোয়া এবং ভয়ানক’

২০১৭ অক্টোবর ২৫ ১৮:০৩:১৬
‘ট্রাম্পের আচরণ বেপরোয়া এবং ভয়ানক’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাগলামীপূর্ণ আচরণের কড়া সমালোচনা করেছেন রিপাবলিকান দলের সিনেটর জেফ ফ্লেইক। একইসঙ্গে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

গতকাল সিনেটের সামনে দেয়া বক্তৃতায় ফ্লেইক ট্রাম্পের আচরণকে বেপরোয়া, ভয়ানক এবং অমানবিক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি আরো বলেন, যখন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির কাছ থেকে এসব আচরণ প্রকাশ পায় তখন ভিন্ন অর্থ বহন করে। এটা গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক।

অ্যারিজোনা রাজ্যের এ সিনেটর ট্রাম্পের সমালোচনা করে বলেন, "তিনি এমন কিছুকে গৌরবান্বিত করার চেষ্টা করছেন যা আমেরিকান জনগণকে বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে। তিনি মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।"

ফ্লেইক বলেন, আমাদের গণতান্ত্রিক রীতিনীতি এবং আদর্শকে খাটো করছে এমন কোনো আচরণকে স্বাভাবিক হিসেবে কখনোই মেনে নিতে পারি না। এছাড়া, কোনো ব্যক্তিগত হামলা, মৌলিক নীতি, স্বাধীনতা, বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে হুমকি, সত্য এবং ন্যায়পরায়ণতাকে অস্বীকার করা এবং বেপরোয়া উসকানিগুলোকেও আমরা মেনে নিতে পারি না।

রিপাবলিকান দলের এ প্রভাবশালী নেতা এ বিষয়ে কথা বলার জন্য কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, "আমি আপনার অনুগত কিংবা নীরব থাকবো না।" এছাড়া, আগামী নির্বাচনে তিনি পুনঃনির্বাচিত হতে চান না বলেও জানান সিনেটর ফ্লেইক।


(ওএস/এসপি/অক্টোবর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test