E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনমত জরিপ

৯৫ ভাগ ইরানি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না

২০১৭ নভেম্বর ০৫ ১৭:০৩:১০
৯৫ ভাগ ইরানি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি জনগণের প্রায় ৯৫ ভাগ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেনা বলে সম্প্রতি চালানো এক জরিপে তথ্য উঠে এসেছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে তেহরানের সঙ্গে মার্কিন প্রশাসনের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই।

ইরানে জনমত জরিপ প্রতিষ্ঠান 'দি আফকর ইরানিয়ান সেন্টার' গতমাসের ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশটির প্রাদেশিক সব রাজধানীতে ৮৬৩ বয়স্ক ব্যক্তিদের মধ্যে এ জরিপ চালিয়েছে। ইরানের তাসনিম বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

মতামত জরিপ অনুসারে, ৬০.৬ ভাগ ইরানি যুক্তরাষ্ট্রকে মোটেও বিশ্বাস করে না, ২১.৩ ভাগ মানুষের বিশ্বাসের মাত্রা খুবই কম এবং বিশেষ ক্ষেত্রে ওয়াশিংটনের প্রতি মাত্র ১২.৫ ভাগ মানুষের বিশ্বাস রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাত্র এক বছরের মধ্যে জনমত জরিপের এসব ফলাফল উঠে এসেছে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময় এবং ক্ষমতা গ্রহনের পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিদ্বেষী বক্তব্য দিয়ে আসছেন।

ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যাওয়ার হুমকি দেন। পাশাপাশি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে ট্রাম্পের প্রশাসন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।



(ওএস/এসপি/নভেম্বর ০৫, ২০১৭)


পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test