E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিন বছরের হিমায়িত ভ্রুণে গর্ভবতী

২০১৭ নভেম্বর ১৮ ১৪:৪৮:২৫
তিন বছরের হিমায়িত ভ্রুণে গর্ভবতী

আন্তর্জাতিক ডেস্ক : তিন বছরে আগে হিমায়িত করে রাখা ভ্রুণে গর্ভবতী হয়েছেন ৪৪ বছর বয়সী সাবেক মিস ইন্ডিয়া ডায়ানা হেইডেন। জমজ সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।

২০১৬ সালে তিনি প্রথম যে সন্তানের জন্ম দিয়েছিলেন সেটির ভ্রুণও আট বছর আগে হিমায়িত করে রাখা হয়েছিল।

বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ড. নন্দিতা বলছেন, তার এই গর্ভধারণই প্রমাণ করে বন্ধ্যাত্বের চিকিৎসার কতটা উন্নতি হয়েছে।

যে নারীরা একটু দেরিতে সুবিধাজনক কোনো সময়ে গর্ভবতী হতে চান তাদের জন্য হিমায়িত ভ্রুণ একটি পদ্ধতি।

কিন্তু এক দশক আগেও এই ভ্রুণ হিমায়িত করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তবে নতুন প্রযুক্তির ফলে অবস্থার পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন ড. হৃষিকেশ পাই।

হৃষিকেশ ও নন্দিতার তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন হেইডেন।

হেইডেন বলছেন, যে দম্পতিরা সন্তান নিতে গিয়ে সমস্যার মুখে পড়েন তাদের জন্য এই চিকিৎসকরা দেবদূত। আমার গর্ভে জমজ সন্তানের খবরটা দারুণ। আমরা এখন ওদের মুখ দেখার অপেক্ষায় রয়েছি।

এন্ডোমেট্রিওসিস নামে একটি সমস্যায় ভুগছেন হেইডেন। এ সমস্যার ফলে সাধারণত দেখা যায়- জরায়ুর অভ্যন্তরভাগে যে টিস্যুর আবরণ তৈরি হওয়ার কথা সেটি তৈরি হয় বাইরের দিকে।

এ সমস্যায় যেসব নারী ভোগেন তারা অনেক সময় স্বাস্থ্যকর ভ্রুণ উৎপন্ন করকে পারেন না।

(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test