E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজায় ইসরাইলের ট্যাংক বিমান হামলা

২০১৭ ডিসেম্বর ০১ ১৪:৫০:৪১
গাজায় ইসরাইলের ট্যাংক বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা ট্যাংক ও বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি অবরোধের কারণে যখন গাজার জনজীবন অনেকটাই বিপর্যস্ত তখন এই হামলা চালালো ইসরাইল।

ইহুদিবাদী সেনারা এক বিবৃতিতে বলেছে, গাজার বেইত হানুন এলাকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের চারটি অবস্থানে তারা হামলা চালিয়েছে। ইসরাইলি সেনারা দাবি করেছে, সীমান্তে তাদের অবস্থানে গাজা থেকে ১৫টি মর্টারের গোলা ছোঁড়ার পর তারা কামানের গোলা বর্ষণ ও বিমান থেকে হামলা করেছে। ইসরাইলি হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

নভেম্বর মাসের গোড়ার দিকে ইসরাইলি বিমান হামলায় ইসলামি জিহাদ আন্দোলনের কয়েকজন যোদ্ধা শহীদ হয়েছেন। এছাড়া, গত ৮ আগস্ট ইসরাইলি বিমানের হামলায় ৩ ফিলিস্তিনি আহত হয়েছিল। ইসরাইল মাঝেমধ্যেই এ ধরনের হামলা চালায় এবং এতে গাজার বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হয় বেশি।

(ওএস/এসপি/ডিসেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test