E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চীনে ভারতের ড্রোন বিধ্বস্ত

২০১৭ ডিসেম্বর ০৭ ১৫:৩৭:৪৭
চীনে ভারতের ড্রোন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি ড্রোন চীনের আকাশসীমায় ঢুকে পড়ে এবং পরে তা বিধ্বস্ত হয়েছে বলে চীনের সংবাদ মাধ্যম দাবী করেছে। চীনের পশ্চিমাঞ্চলীয় হুমকি মোকাবেলা ব্যুরোর কর্মকর্তা হাং শুইলি সে দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি এই ঘটনা ঘটেছে। তবে তারিখ বা স্থানের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানান নি।

সিনহুয়া বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ভারত চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

হাং শুইলি বলেন, এখন ড্রোনটির বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করছে চীনের সীমান্তরক্ষী বাহিনী। তবে চীনের এসব বক্তব্যের বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি ভারত।

ভারত, চীন আর ভুটান সীমান্তের দোকলাম অংশে চীনের একটি রাস্তা তৈরি নিয়ে গত গ্রীষ্ম থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে। বেশ কিছুদিন উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ভারত ও চীন উভয়েই সেখান থেকে নিজেদের সেনা সরিয়ে আনে।

দু’দেশের মধ্যে অনেক অমীমাংসিত ভূমি রয়েছে যা নিয়ে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। ১৯৬২ সালে দু’দেশের মধ্যে একবার বড় ধরণের যুদ্ধও হয়।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test