E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারও উত্তপ্ত রাখাইন, পুলিশের গুলিতে নিহত ৭

২০১৮ জানুয়ারি ১৭ ১৪:২৫:২০
আবারও উত্তপ্ত রাখাইন, পুলিশের গুলিতে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের রাখাইন রাজ্য। সেখানে এক সহিংসতায় পুলিশের গুলিতে সাত বিক্ষোভাকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। প্রাচীন বৌদ্ধ আরাকান রাজ্য নিয়ে স্থানীয়দের একটি অনুষ্ঠান সহিংসতায় রুপ নেয়। খবর স্টার অনলাইন।

রাখাইন রাজ্য সরকারের সেক্রেটারি টিন মায়ুং সউয়ি রয়টার্সকে বলেন, মঙ্গলবার রাতে রাখাইনের উত্তরাঞ্চলীয় মারাউক ইউ শহরে আরাকান রাজ্যের পতন দিবস উপলক্ষে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল।

ইতিমধ্যেই রোহিঙ্গা সংকট নিয়ে তীব্র চাপের মুখে রয়েছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। এর মধ্যেই রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হলো।

মায়ুং সউয়ি বলেন, ২শ বছরেরও বেশি আগে আরাকান রাজ্যের পতন হয়। ওই দিবসের বার্ষিক স্মরণোৎসব শেষ হওয়ার পর প্রায় চার হাজার লোক সরকারি একটি ভবন ঘিরে ফেলে। এ ধরনের আয়োজনের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আয়োজকরা কোনো ধরনের অনুমতি নেয়নি বলে জানানো হয়েছে।

পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রাবার বুলেট ছুড়ে মারলেও তাদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়েই নিরাপত্তা কর্মকর্তাদের গুলি ছুড়তে হয়েছে। সে সময় বিক্ষোভে অংশ নেয়া কয়েকজন পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেই সংঘর্ষের সূত্রপাত হয়।

(ওএস/এসপি/জানুয়ারি ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test