E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মা হচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

২০১৮ জানুয়ারি ১৯ ১২:২৯:০১
মা হচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিনদা আর্ডের্ন ঘোষণা দিয়েছেন তিনি মা হতে যাচ্ছেন। আর্ডের্ন জানিয়েছেন, তিনি ও তার সঙ্গী ক্লার্ক গেফোর্ড আগামী জুনের তাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রত্যাশা করছেন। এরপর তিনি ছয় সপ্তাহের একটা ছুটি নেবেন।

ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আর আমরা ভেবেছিলাম ২০১৭ সালটা বড় কিছু হবে।’

গেল অক্টোবরে জোট গঠন করে ক্ষমতায় আসার পর ৩৭ বছর বয়সী আর্ডের্নই ১৮৫৬ সালের পর নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার নিজের গর্ভবতী হওয়ার খবর জানানোর পর প্রচুর শুভকামনা পেয়েছেন তিনি।

সেপ্টেম্বরের নির্বাচনে আর্ডের্নের লেবার পার্টি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিল, তবে ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ভোট পেয়েছিল ন।

আর্ডের্ন বিবৃতিতে বলেছেন, বাচ্চা হওয়ার পর তিনি যখন ছুটিতে যাবেন তখনও তার সঙ্গে যোগাযোগ করা যাবে এবং তাকে সবসময় পাওয়া যাবে।

আর্ডের্ন বলেছেন, প্রধানমন্ত্রী হবো এটা জানার মাত্র ছয়দিন আগে জানতে পারি যে আমি গর্ভবতী। একসঙ্গে কয়েকটা কাজ করবো- এমন নারী আমিই প্রথম নই। আমিই প্রথম নারী নই যে কাজও করবে আবার সন্তান জন্মও দেবে। এমন বহু নারী আছেন।

গেফোর্ড এ সময়টাতে বাসাতেই থাকবেন বলেও জানিয়েছেনি তিনি।

(ওএস/এসপি/জানুয়ারি ১৯, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test