E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুয়ান্তানামো বন্ধ না করার নির্দেশ, সমালোচনার মুখে ট্রাম্প

২০১৮ ফেব্রুয়ারি ০১ ১৪:১১:২৮
গুয়ান্তানামো বন্ধ না করার নির্দেশ, সমালোচনার মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : গুয়ান্তানামো বন্দীশিবির খোলা রাখার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বা এসিএলইউ। সংগঠনটির পরিচালক হিনা শামসি বলেছেন, গুয়ান্তানামোর কোনো গুরুত্ব রয়েছে এমন দৃষ্টিভঙ্গিই হাস্যকর। সেখানে মানুষের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো, সেখানে ৪১ জন ব্যক্তিকে আটক রাখার জন্য বছরে খরচ হচ্ছে ৪৪ কোটি ৫০ লাখ ডলার।

গুয়ান্তানামোতে বেআইনিভাবে মানুষ আটক রেখে তাদের ওপর নির্যাতন চালানোর নির্মম সিদ্ধান্তের বিরুদ্ধেব্যবস্থা নেয়ার জন্য তিনি মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান।

হিনা শামসি আরও বলেছেন, গত এক দশকের বেশি সময় ধরে জর্জ ডাব্লিউ বুশ ও বারাক ওবামা গুয়ান্তানামো বন্দীশিবির থেকে বন্দীদের অন্যত্র পাঠানোর চেষ্টা করেছেন। কিন্তু ট্রাম্প সেই ধারা উল্টে দিয়ে গুয়ান্তানামো বন্দীশিবিরকে নতুন জীবন দেয়ার চেষ্টা করছেন। গুয়ান্তানামো বন্দীশিবিরকে তিনি আমেরিকার ভাবমর্যাদার জন্য অত্যন্ত ক্ষতিকর বলে বর্ণনা করেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকা গুয়ান্তানামোতে কুখ্যাত ওই বন্দীশিবির প্রতিষ্ঠা করে। সেখানে শত শত মুসলমানকে বেআইনিভাবে আটক রেখে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে ।পার্সটুডে ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test