E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল : উত্তর কোরিয়া

২০১৮ ফেব্রুয়ারি ২৬ ১২:৪৭:০৬
মার্কিন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল : উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এটি বলেছে, অবরোধের অজুহাতে উত্তর কোরিয়ার সম্পদে হাত দেয়ার চেষ্টা বা সেদেশের বাণিজ্যিক জাহাজ আটকের অর্থ হবে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে প্রকৃতপক্ষে পিয়ংইয়ংয়ের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চায়।

তিনি কোরীয় উপদ্বীপে যেকোনো সংঘর্ষের ভয়াবহ পরিণতির জন্য আমেরিকাকে দায়ী করে বলেন, আমেরিকার যেকোনো হুমকি মোকাবিলা করার সামর্থ্য পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার একটি তালিকা ঘোষণা করেন যাতে উত্তর কোরিয়া ও চীনসহ আরো কয়েকটি দেশের ৫০টি কোম্পানি জাহাজ সংস্থার নাম রয়েছে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test