E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘২৩ কূটনীতিককে বহিষ্কার হঠকারিতা’

২০১৮ মার্চ ১৫ ১৩:৩৯:৩৮
‘২৩ কূটনীতিককে বহিষ্কার হঠকারিতা’

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ব্রিটেনে সাবেক রুশ গুপ্তচর সার্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টায় রাশিয়ার হাত রয়েছে বলে ব্রিটেন যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছে রাশিয়া। এছাড়া ওই ঘটনায় ২৩ রুশ কূটনীতিককে ব্রিটেনের বহিষ্কার করার বিষয়টিকে রাশিয়া ‘অদূরদৃষ্টিসম্পন্ন ও হঠকারিতামূলক’ বলে অভিহিত করেছে।

রাশিয়ার সাবেক দুই গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর গত সোমবার যুক্তরাজ্যের সলসবুরি শহরে নার্ভ অ্যাজেন্ট প্রয়োগ করা হয়। সেদিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পক্ষত্যাগী সাবেক গুপ্তচরের ওপর নার্ভ অ্যাজেন্ট প্রয়োগের ঘটনায় রাশিয়াকে দায়ী করে এ ঘটনার ব্যাখ্যা চেয়ে মস্কোকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। একই সঙ্গে ওই ঘটনাকে পুরোপুরি অসদাচারণ বলে মন্তব্য করেন।

কিন্তু ব্যাখ্যা চাওয়ার সময়সীমা পার হলেন গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ২৩ রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দেন। এছাড়া রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ফুটবল বিশ্বকাপেও প্রতিনিধি না পাঠানোর ঘোষণা দেন টেরেসা। তার জবাবে এক বিবৃতির মাধ্যমে এসব কথা বলে লন্ডনে রুশ দূতাবাস।

রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এই বৈরি পদক্ষেপের মাধ্যমে রাশিয়া-যুক্তরাজ্য সম্পর্কের যে ক্ষতি করা হলো তার জন্য লন্ডনকেই দায় বহন করতে হবে।

(ওএস/এসপি/মার্চ ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test