E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফ্লোরিডায় চালুর আগেই ভেঙে পড়ল সেতু, নিহত ৪

২০১৮ মার্চ ১৬ ১৬:৫৫:২৪
ফ্লোরিডায় চালুর আগেই ভেঙে পড়ল সেতু, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ফ্লোরিডায় রাস্তা পারাপারের একটি সেতু ভেঙে অন্তত ১৪ জন হতাহত হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তবে কোনো কোনো সূত্র বলছে, নিহতের সংখ্যা ছয় থেকে দশ জন।

ফ্লোরিডার সিনেটর বিল নেলসন স্থানীয় টেলিভিশন সিবিএস মিয়ামিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দুর্ঘটনায় অন্তত ছয় থেকে দশজন নিহত হয়েছেন। সেতুটি দক্ষিণ ফ্লোরিডার ব্যস্ততম সড়কগুলোর একটিতে ছিল।

দুর্ঘটনার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ‘সজাগ’ আছেন বলে হোয়াইট হাউসের একজন মুখপাত্র সারাহ সেন্ডার্স জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। উদ্ধার তৎপরতার ব্যাপারে প্রেসিডেন্ট খোঁজ-খবর নিচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেতুটির নিচে এখনো কয়েকটি গাড়ি চাপা পড়ে আছে। জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ করছেন বলে জানা গেছে।

ভেঙে পড়া সেতুটি গত শনিবার স্থাপন করা হয় বলে সেখানকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েব সাইটে জানানো হয়েছে। আট লেনের সড়কের ওপর দিয়ে রাস্তা পারাপারে এটি স্থাপন করা হয়েছিল। ১৭৪ ফুট দীর্ঘ সেতুটির ওজন ছিল ৯৫০ টন। ২০১৯ সালের দিকে পথচারী চলাচলে এটি খুলে দেওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রদের চলাচলের সুবিধার্থে কর্তৃপক্ষ সেতুটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় নি।

(ওএস/এসপি/মার্চ ১৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test