E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিম-ট্রাম্প সম্ভাব্য সংলাপ

আলোচনায় উ.কোরিয়া-সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা

২০১৮ মার্চ ১৮ ১৫:৩০:২৯
আলোচনায় উ.কোরিয়া-সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সম্ভাব্য সংলাপের ক্ষেত্র প্রস্তুত করতে আলোচনা করেছেন উত্তর কোরিয়া ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা।

সুইডেনের রাজধানী স্টকহোমে গত বৃহস্পতিবার স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী ম্যারগট ওয়ালস্ট্রোমের সঙ্গে বৈঠক শুরু করেছিলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো। শনিবার রাতে তিনদিনব্যাপী সে বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে কিম-ট্রাম্প সম্ভাব্য সংলাপ অনুষ্ঠানের নানা দিক নিয়ে দুই মন্ত্রীর মধ্যে কথা হয়েছে। এ ছাড়া, শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপের চলমান সংকট সমাধান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়াকে তার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে।

আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যকার সম্ভাব্য বৈঠক অনুষ্ঠানের জন্য যেসব দেশকে উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে সেগুলোর মধ্যে সুইডেন অন্যতম।

পিয়ংইয়ং সফর শেষে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং ইউয়ি-ইয়ং গত ৮ মার্চ ঘোষণা করেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকে বসার যে আগ্রহ প্রকাশ করেছিলেন তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন ট্রাম্প। এপ্রিল মাসের কোনো এক সময় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির কারণে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্কে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। ট্রাম্প একাধিকবার উত্তর কোরিয়াকে ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছেন।

এদিকে পিয়ংইয়ং ঘোষণা করেছে, আমেরিকা যতদিন উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুমকি দেয়া অব্যাহত রাখবে ততদিন আগাম হামলা চালানোর লক্ষ্যে সামরিক সক্ষমতা শক্তিশালী করে যাবে পিয়ংইয়ং।

(ওএস/এসপি/মার্চ ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test