E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাশিয়ার ২০ কূটনীতিককে বহিষ্কার করতে পারেন ট্রাম্প

২০১৮ মার্চ ২৫ ১৭:৩২:৪৬
রাশিয়ার ২০ কূটনীতিককে বহিষ্কার করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে রুশ দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপালকে হত্যা প্রচেষ্টার জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ২০ কূটনীতিককে আমেরিকা থেকে বহিষ্কার করতে পারেন বলে খবর বের হয়েছে।

আমেরিকা ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, লন্ডনের সঙ্গে সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র থেকে ২০ রুশ কূটনীতিককে বহিষ্কারের জন্য ট্রাম্পকে পরামর্শ দিচ্ছেন তার সহকারীরা।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন শুক্রবার প্রথম এ সংক্রান্ত খবর দিয়ে বলেছিল, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে প্রথম ট্রাম্পকে এ ধরনের পরামর্শ দেয়া হয়। এতে বলা হয়, ব্রিটেনের স্যালিসবারি শহরে রুশ গুপ্তচর স্ক্রিপাল ও তার মেয়ের ওপর নার্ভ গ্যাস হামলার জের ধরে আমেরিকা থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন আরো জানায়, গুপ্তচর হত্যা প্রচেষ্টার জের ধরে ব্রিটেন রুশ কূটনীতিক বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি ওয়াশিংটনের পূর্ণ সংহতি রয়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, লন্ডনের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘনের দায়ে রাশিয়াকে শাস্তি দেয়ার লক্ষ্যে আমেরিকা থেকেও রুশ কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে।

ব্রিটেনের স্যালিসবারি শহরের একটি বেঞ্চের ওপর গত ৪ মার্চ স্ক্রিপাল ও তার ৩৩ বছর বয়সি মেয়েকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ব্রিটিশ সরকার দাবি করছে, রাশিয়ায় তৈরি নার্ভ গ্যাস- নোভিচক দিয়ে স্ক্রিপালের ওপর হামলা করা হয়েছে। লন্ডন সরাসরি এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে।

রাশিয়া এ অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। মস্কো বলছে, ব্রিটেনসহ যেসব দেশ এই গ্যাস নিয়ে গবেষণা করছে সেগুলোর কোনো একটি দেশ থেকে এনে ওই হামলা চালানো হয়ে থাকতে পারে।

এক সময় রুশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন স্ক্রিপাল। কিন্তু ব্রিটেনের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। পরে গুপ্তচর বিনিময় আইনের আওতায় তিনি মুক্তি পান এবং ব্রিটেনে বসবাস শুরু করেন।

(ওএস/এসপি/মার্চ ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test