E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা ও ফলাফল

২০১৮ এপ্রিল ১৫ ১৫:৫৯:৪৩
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা ও ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ সাত বছরের গৃহ যুদ্ধে যখন টালমাটাল অবস্থা সিরিয়ার,ঠিক তখনই সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের মুহুর্মুহুক্ষেপণাস্ত্র হামলা দেখল বিশ্ব।

বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে নিজের নাগরিকদের ওপর গত শনিবার দামেস্কের উপকণ্ঠে ইস্টার্ন গৌতায় রাসায়নিক হামলার যে, অভিযোগ এনেছিল পশ্চিমারা, সেই কথিত অজুহাতেই সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

পেন্টাগনের ভাষ্য মতে, দেশটির অন্তত তিনটি সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যে,হামলা চালানো হয়েছে তাতে তারা খুশি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন জবাব দেওয়া গেছে বাশার আল আসাদ কে।

অপরদিকে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেছে বাশারের মিত্র রাশিয়া। জরুরি বৈঠক গতকালই অনুষ্ঠিত হয়েছে।

দামেস্কের বারজেহ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার সেখানে ৭৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর জয়েন্ট স্ট্যাফের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন।

তার দেওয়া তথ্যমতে, ওই সব ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫৭টি ছিল টমাহক।

রুশ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল-জেনারেল সেরগেই রুদস্কি মস্কোয় সাংবাদিকদের বলেন, সিরীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি বিমান ঘাঁটি, শিল্প ও গবেষণা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে ১০৩টি ।

সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ৭১টি ক্ষেপণাস্ত্রকে পথভ্রষ্ট বা আকাশেই আটকে দিয়েছে বলে দাবি করেছেন তিনি।

রুশ সেনাবাহিনীর তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

দামেস্কের পূর্বের জামরাইয়া বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ১২টি ক্ষেপণাস্ত্র, সেগুলোর সব কয়টি গুলি করে ভূ-পাতিত করা হয়।

রাজধানীর দক্ষিণের মারজ রুহাইল বিমান ঘাঁটি লক্ষ্য করে ১৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

হোমসের শাইরাত বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ১২টি ক্ষেপণাস্ত্র, সেগুলোও ভূ-পাতিত করা হয়।

মেজেহ সামরিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া নয়টির মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূ-পাতিত করা হয়েছে।

হোমসের বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ১৬টি ক্ষেপণাস্ত্রের ১৩টিই ভূ-পাতিত করা হয়েছে।

রুশ সেনা কর্মকর্তা রুডসকি বলেন, সিরিয়ার বারজেহ ও জারামানায় কথিত রাসায়নিক অস্ত্রের কর্মসূচি লক্ষ্য করে ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সেগুলোর সাতটি ভূ-পাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র হামলায় ওই স্থাপনাগুলো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়া মনে করছে, রাসায়নিক হামলা নয়, বরং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় সশস্ত্র বাহিনীর সফলতার কারণেই তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।

(ওএস/এসএস /এসপি/এপ্রিল ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test