E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরিয়ায় হামলা তোপের মুখে ফরাসি প্রেসিডেন্ট

২০১৮ এপ্রিল ১৭ ১৩:৫০:৩৪
সিরিয়ায় হামলা তোপের মুখে ফরাসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নিজে দেশে তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। গতকাল (সোমবার) সিরিয়ায় হামলার বিষয়ে জাতীয় সংসদে এক বিতর্কে চরম বামপন্থি ফ্রান্স তাসুমিজ পার্টি’র প্রধান জ্যঁ- লিক মিলেশঁ বলেছেন, সিরিয়ায় রাসায়নিক হামলার কোনো প্রমাণ নেই অথচ রাসায়নিক হামলার অভিযোগকে মার্কিন নেতৃত্বাধীন ক্ষেপণাস্ত্র হামলার অজুহাত বানানো হয়েছে।

তিনি বলেন, “নৈতিক প্রেক্ষাপট থেকে ও জাতিসংঘ প্রস্তাব অনুসারে রাসায়নিক হামলার বিষয়টি সম্পূর্ণভাবে প্রমাণ করা হয় নি অথচ প্রমাণ ছাড়াই আমরা হামলা চালিয়েছি। আন্তর্জাতিক আইন অনুযায়ী রাসায়নিক অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রমাণ দেয়ার পরই কেবল আমরা হামলা চালাতে পারি। যখন সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তখন রাসায়নিক অস্ত্র সংক্রান্ত প্রতিষ্ঠান তদন্তের প্রক্রিয়ায় ছিল।”

বামপন্থি এ নেতা আরো বলেন, জাতিসংঘের অনুমোদন ছাড়াই সিরিয়ায় সামরিক হামলা চালানো হয়েছে। তিনি বলেন, সিরিয়া হামলায় জাতিসংঘের অনুমোদন নেয়া হয় নি -বিষয়টি শুধু তাই নয়; কোনো আঞ্চলিক দেশ বা প্রতিষ্ঠানকেও যুক্ত করা হয় নি। এছাড়া, যে জনগণের নাম করে এ হামলা চালানো হয়েছে তাদেরও মতামত নেয়া হয় নি।

ফ্রান্সের চরম ডানপন্থি নেতা ম্যারি লে পেনও বলেছেন, সিরিয়ায় হামলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ম্যাকরন কোনো প্রমাণ হাজির করতে পারেন নি।

(ওএস/এসপি/এপ্রিল ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test