E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাইজেরিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ৬০

২০১৮ মে ০২ ১২:০৪:২৫
নাইজেরিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি মসজিদ এবং বিপনিবিতানে পৃথক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি মানুষ।

বুধবার (২ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটা জানানো হয়েছে। খবরে বলা হয়, মঙ্গলবার (০১ মে) একটি মসজিদে ও উত্তর-পূর্ব নাইজেরিয়ার একটি বিপণিবিতানে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।নাইজেরিয়ায় পৃথক বোমা হামলা।আদামাওয়া প্রদেশের রাজধানী ইউলার মুবি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওই হামলা দু’টি সংঘঠিত হয়েছে তরুণ আত্মঘাতীদের দিয়ে। এতে কমপক্ষে ৬০জনের মৃত্যু হয়েছে।

দেশটির ন্যাশনাল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ন্যামে) মুখপাত্র ইমাম গারকি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও রেডক্রকের কর্মীরা। সেখানে তারা ২৬ জনের মরদেহ উদ্ধার করেছেন। আর ৫৬ জনকে আহত অবস্থায় মুবি জেনারেল হাসপাতালে পাঠান, যাদের মধ্যে ১১জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তবে মেডিকেল সূত্র বলছে, তারা এ ঘটনায় ৩৫জনের মরদেহ গ্রহণ করেছেন। আর উদ্ধারকারী কর্মীদের একটি সূত্র জানায়, এ ঘটনায় ৪২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৬৮জন আহত হয়েছেন।

উদ্ধারকর্মী সানি কাকালে বলেন, এসব আমি আমার নিজ চোখে দেখেছি। আমরা গুনে গুনে এসব মরদেহ রেখেছি।

(ওএস/এসপি/মে ০২, ২০১৮)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test