E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৃত্যুদণ্ডের বিধান কি ভারতে ধর্ষণ ঠেকাতে পারবে?

২০১৮ আগস্ট ০১ ১৩:২১:৪৩
মৃত্যুদণ্ডের বিধান কি ভারতে ধর্ষণ ঠেকাতে পারবে?

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া যাবে- এই বিধান সম্পর্কিত একটি বিল পাস করেছে ভারতীয় সংসদের নিম্নকক্ষ।

ভারতের নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী বলেছেন, পুরোনো আইনের এই সংশোধনী শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ দমন করবে বলে তিনি বিশ্বাস করেন।

দেশটিতে শিশু ধর্ষণের কয়েকটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে অপরাধ দমনে মৃত্যুদণ্ডের বিধান আনা হলো।

ভারত শাসিত কাশ্মীরে আট বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। এছাড়াও সম্প্রতি ভারতের মধ্য প্রদেশে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ভারতের সরকারি হিসাবেই দেখা যায়, দেশটিতে শিশু ধর্ষণ বা যৌন হয়রানির ঘটনা বেড়েই চলেছে। সরকারি হিসাবে ২০১২ সালে শিশু ধর্ষণের অপরাধ ঘটেছিল সাড়ে আট হাজারের বেশি। চার বছর পর ২০১৬ সালে শিশু ধর্ষণের ঘটনা ঘটে প্রায় ২০ হাজার।

২০১৩ সালে দিল্লীতে একটি চলন্ত বাসে মেডিকেলের একজন শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছিল। তখন ভারতের সরকার ঘোষণা দিয়েছিল যে, কাউকে ধর্ষণের পর হত্যা করা হলে অথবা ধর্ষণের কারণে মৃত্যু হলে এর দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।

এখন আইনের নতুন যে সংশোধনী যে আনা হলো, তাতে ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলেই মৃত্যুদণ্ড দেয়া যাবে। যদিও আইনে এ ধরণের পরিবর্তন আনা হয়েছে। কিন্তু ভারতে মৃত্যুদণ্ড খুব একটা কার্যকর করা হয় না।

ভারত মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে শীতল মনোভাব দেখায়। দেশটিতে ২০১৫ সালে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

এখন মৃত্যুদণ্ডের বিধান সর্ম্পকিত নতুন সংশোধনীকে অনেকে স্বাগত জানিয়েছেন। কিন্তু নাগরিক এবং মানবাধিকার নিয়ে আন্দোলনকারী বিভিন্ন সংগঠন এমন বিধানের সমালোচনা করেছে। আসলে মৃত্যুদণ্ড একটি কার্যকরী প্রতিরোধকারী হিসেবে কাজ করবে কিনা- সেই প্রশ্ন তুলেছেন সমালোচকরা।

এই প্রশ্নে বিতর্ক হয়েছে বিশ্বজুড়ে। আসলে কি অপরাধ কমাচ্ছে? বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের বিধান আছে।

ভারতের অনেকে এই উদাহরণ হিসেবে তুলে ধরেন। তারা মনে করেন, এই দেশগুলো ধর্ষণের মতো অপরাধ সহ্য করে না। তাদের সাধারণ ধারণা, এই দেশগুলোতে ধর্ষণের ঘটনা ভারতের তুলনায় অনেক কম ঘটছে।

এই অঞ্চলের বিশেষজ্ঞরা বলেছেন, আসলে ধর্ষণের ঘটনায় অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার বিষয়টি ক্ষতিগ্রস্তের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই প্রক্রিয়ার দিকে নজর না দিয়ে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করলেই অপরাধ বন্ধ হবে না।

ক্ষতিগ্রস্তদের জন্য বোঝা :

ভারতে মানবাধিকার নিয়ে আন্দোলনকারীদের অনেকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের ব্যাপারে আপত্তি তুলেছেন। তাদের যুক্তি হচ্ছে, ধর্ষণের শিকার বা ক্ষতিগ্রস্তদের জন্য এই বিধান বোঝা হয়ে দাঁড়াবে।

সামাজিক ন্যায়বিচার সর্ম্পকিত একটি প্রকল্পের ড. অনুপ সুরেন্দ্রনাথ বলেছেন, ‘অনেক ঘটনা প্রকাশ হয় না। কারণ বেশিরভাগ ধর্ষণের ঘটনায় অপরাধীরা ক্ষতিগ্রস্তের আশেপাশের এলাকার বা পরিচিত হয়ে থাকে, তারা ভয়ভীতি দেখানোসহ নানাভাবে ক্ষতিগ্রস্তকে উদ্বেগের মধ্যে রাখে। এ ধরণের পরিস্থিতিতে অনেক সময় ক্ষতিগ্রস্ত এবং তার পরিবার ঘটনা প্রকাশ করে না।’

ক্ষতিগ্রস্তরা সামাজিক দিক থেকেও প্রতিকুল পরিবেশের মুখোমুখি হয়।সেখানে মৃত্যুদণ্ডের শাস্তি ক্ষতিগ্রস্তের ওপরই নানাদিক থেকে চাপ বাড়বে বলে মনে করেন ড. সুরেন্দ্রনাথ।

বছরের পর বছর বিচারের জন্য অপেক্ষা :

ভারতে বিচারের ধীরগতি একটা বড় ইস্যু। ক্ষতিগ্রস্তকে বিচার পেতে বছরের বছর অপেক্ষা করতে হয়। সেখানে মৃত্যুদণ্ড হলে অপরাধীর উচ্চআদালতে যাওয়া বা আপিল করার সুযোগ থাকে। তাতে অপরাধীও অনেক সময় পাবে বলে বিশ্লেষকরা বলছেন।

দিল্লীতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার আলোচিত ঘটনায় বিচারিক আদালতে অপরাধীর মৃত্যুদণ্ড হয় ২০১৩ সালের সেপ্টেম্বরে। এখনও সেই রায়ের বিরুদ্ধে আপিলের নিস্পত্তি হয়নি।বিবিসি

(ওএস/এসপি/আগস্ট ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test