E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শপথ নিলেন কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট

২০১৮ আগস্ট ০৮ ১১:৪৪:৪৫
শপথ নিলেন কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকান দেশ কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইভান দুকে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (০৭ আগস্ট) দেশকে একত্রিত করার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানোর অঙ্গীকার নিয়ে তিনি শপথ গ্রহণ করেন।

দেশটির রক্ষণশীল রাজনীতিতে নতুন আগমন ইভান দুকে’র। চলতি বছরের জুনে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি বিজয়ী হয়েছিলেন।

শপথ অনুষ্ঠানে ইভান দুকে বক্তৃতায় বলেন, সকল দুর্নীতি মোকাবেল করে দেশের অর্থনীতির উদ্দীপনাকে পরিবর্তন করতে হবে। এছাড়া সকল দল বা বিদ্রোহী গ্রুপকে একত্র করে নতুন কলম্বিয়া গঠনের আশা ব্যক্ত করেন তিনি।

দেশটিতে ফারক বা কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী যা এখন বিপ্লবী বিকল্প কমন ফোর্স নামে পরিচিত একটি রাজনৈতিক দল রয়েছে। যারা নানা সহিংসতার সৃষ্টি করে রেখেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে। পরে জনগণের প্রতিনিধিত্বের নিশ্চয়তা দেয় এমন একটি দল ক্ষমতায় আসে।

(ওএস/পিএস/আগস্ট ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test