E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের পদত্যাগ

২০১৪ জুলাই ১৫ ১০:২৩:২২
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পদত্যাগ করেছেন। তিনি ব্রিটিশ কেবিনেটে হাউস অব কমন্সের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ডাইনিং স্ট্রিট জানিয়েছে।

এ ছাড়া ২০১৫ সালের সাধারণ নির্বাচনের পর রাজনীতি থেকে অবসর নেওয়ারও ঘোষণা দিয়েছেন ২৬ বছর নর্থ ইয়র্কশ্যায়ার রিচমন্ডের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা হেগ।

প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড হেগের স্থলাভিষিক্ত হবেন বলে দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীরা বিবিসিকে জানিয়েছেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন বলে জানা গেছে। সূত্র : বিবিসি

(ওএস/এইচআর/জুলাই ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test