E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আফ্রিকার কথাসাহিত্যিক নাদিন গর্ডিমার আর নেই

২০১৪ জুলাই ১৫ ১০:৩৫:৩৩
আফ্রিকার কথাসাহিত্যিক নাদিন গর্ডিমার আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার নোবেল পুরস্কারজয়ী কথাসাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নাদিন গর্ডিমার বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

রবিবার রাতে ঘুমের মধ্যে তিনি জোহানেসবার্গের বাড়িতে মারা যান বলে তার ছেলে ও মেয়েসোমবার গণমাধ্যমে জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকা প্রেস এসোসিয়েশন (সাপা) এবং ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

তার পরিবার জানায়, নাদিন কয়েক দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থেকে তিনি রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বর্ণবাদবিরোধী লেখার জন্য বিখ্যাত এ সাহিত্যিক ছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু।

ম্যান্ডেলা কারামুক্তির পর প্রথম যে কয়েকজন ব্যক্তির সঙ্গে দেখা করতে চান, তাদের অন্যতম ছিলেন এ সাহিত্যিক।

নাদিন গর্ডিমার ১৯৯১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মোট ৩০টি বই লিখেছেন তিনি।

(ওএস/এইচআর/জুলাই ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test