E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বসবাস অযোগ্য শহরের মধ্যে ঢাকা দ্বিতীয়

২০১৮ আগস্ট ১৪ ১৪:২৮:০১
বসবাস অযোগ্য শহরের মধ্যে ঢাকা দ্বিতীয়

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা বিবেচনায় বিশ্বব্যাপী ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়ে তালিকাটি প্রকাশ করেছে সংস্থাটি।

তাদের তালিকায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হারিয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে।

প্রথমবারের মতো ইউরোপের কোনো শহর ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে শীর্ষ স্থান অর্জন করলো।

২০১৮ সালে বাসযোগ্য শহরের তালিকায় প্রথম দশে থাকা অন্য শহরগুলো হলো- অস্ট্রেলিয়ার মেলবোর্ন, জাপানের ওসাকা, কানাডার ক্যালগেরি, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যাঙ্কুভার, জাপানের টোকিও, কানাডার টরোন্টো, ডেনমার্কের কোপেনহেগেন ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।

অন্যদিকে বাস অযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার দামেস্ক। দ্বিতীয় স্থানে ঢাকা, নাইজেরিয়ার লাগোস তালিকায় তৃতীয়, পাকিস্তানের করাচি চতুর্থ এবং পাপুয়া নিউগিনির পোর্ট মোরিসবে ৫ম স্থানে রয়েছে।

ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট বলছে, বাস অযোগ্য শহরের র‌্যাংকিং নির্ণয়ের ক্ষেত্রে অপরাধ, নাগরিক অশান্তি, সন্ত্রাস অথবা যুদ্ধ ‘শক্তিশালী ভূমিকা’ পালন করেছে।

(ওএস/এসপি/আগস্ট ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test