E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগুনে পুড়ছে ব্রাজিলের দু’শো বছরের পুরনো জাদুঘর

২০১৮ সেপ্টেম্বর ০৩ ১৪:১৭:১২
আগুনে পুড়ছে ব্রাজিলের দু’শো বছরের পুরনো জাদুঘর

আন্তর্জাতিক ডেস্ক : আগুনে পুড়ছে ব্রাজিলের দু’শো বছরের পুরনো একটি জাদুঘর। ব্যাপক আগুনে ধ্বংসের মুখে রয়েছে জাদুঘরটি। রিও ডি জেনেইরোর এই জাদুঘরটিকে দেশটির সবচেয়ে প্রাচীন বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়।

ভবনটিতে এখনও আগুন জ্বলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে। এ জাদুঘরে বিভিন্ন ধরনের দুই কোটি জিনিস সংরক্ষিত রয়েছে।

তবে আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার পূর্ণাঙ্গ চিত্র কিংবা কেউ আহত হয়েছে কিনা তার খবর এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাদুঘরটি এখন যে ভবনে অবস্থিত সেখানেই এক সময় পর্তুগীজ রাজ পরিবার বসবাস করতো। চলতি বছরের শুরুতে রাজ পরিবার ধুমধাম করে দু’শো বছরের বর্ষপূর্তি পালন করেছে।

ব্রাজিলের স্থানীয় টেলিভিশনে জাদুঘরটি আগুনে পুড়ে যাওয়ার সচিত্র প্রতিবেদন প্রচার করা হয়েছে। খবরে বলা হয়েছে, রবিবার সন্ধ্যায় জাদুঘরের কার্যক্রম বন্ধ হওয়ার পর আগুন লাগে। পরে তা পুরো ভবনের চারদিকে ছড়িয়ে পড়ে।

এক টুইট বার্তায় ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের বলেন, এটি ব্রাজিলের সবার জন্য একটি দুঃখের দিন। জাদুঘরটির পরিচালক গ্লোবো টেলিভিশনকে বলেন, এটি একটি সাংস্কৃতিক বিপর্যয়।

জাদুঘরটির একজন কর্মকর্তা জানিয়েছেন, ভবনের ভেতরে কাঠের ফ্লোর রয়েছে এবং কাগজের মতো দ্রুত আগুনে পুড়ে যাওয়ার মতো অনেক কিছুই রয়েছে সেখানে।

ব্রাজিলের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পর্কিত বহু জিনিস সংরক্ষিত ছিলো এই জাদুঘরটিতে। এছাড়া অন্য দেশের বিশেষ করে দক্ষিণ আমেরিকান প্রত্নতাত্ত্বিক ও মিসরীয় নানা নিদর্শন ছিলো সেখানে। রাজকীয় জাদুঘর হিসেবে এটি স্থাপিত হয়েছিল ১৮১৮ সালে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test