E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতিসংঘ থেকে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি

২০১৪ জুলাই ১৫ ১৭:১১:১৭
জাতিসংঘ থেকে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র সাধারণ মানুষের ওপর আগ্রাসন চালানোয় ইসরাইলের সদস্যপদ বাতিল করতে জাতিসংঘের প্রতি দাবি জানিয়েছে পাকিস্তানের সব রাজনৈতিক দল।

ফিলিস্তিন লিবারেশন ফাউন্ডেশন (পিএলএফ) আয়োজিত ‘রক্তাক্ত আল-কুদস থেকে জোরালো আহ্বান’ শীর্ষক সর্বদলীয় সম্মেলনের এক রেজ্যুলেশনে এ দাবি জানানো হয়।

সর্বদলীয় এই সম্মেলনে বক্তব্য রাখেন- পাকিস্তান পিপলস পার্টি নেতা সিনেটর তাজ হায়দার, পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতা সালিম জিয়া, মুত্তাহিদা কউমি মুভমেন্টের নেতা আলি রেজা আবিদি, মজলিস ওয়াহদাত-ই-মুসলেমিন নেতা আল্লামা আমিন শাহিদী, জামায়াতে ইসলামী নেতা মুজাফ্ফার হাশমি, তেহরিক-ই-ইনসাফ নেতা শামীম ফেরদৌস নাকবি প্রমুখ।

এছাড়া সাম্রাজ্যবাদী গোষ্ঠী অবৈধ ইসরাইলি রাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দিয়েছে বলে সব রাজনৈতিক দলের নেতারা সম্মেলনে একমত হন। পাশাপাশি নতুন করে শুরু হওয়া ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, গত ৭ জুলাই থেকে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালিয়ে আসছে ইসরাইল। এতে এখন পর্যন্ত দুই পরিবারের ২৬ জনসহ ১৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন দেড় সহস্রাধিক। হতাহতদের ৮০ ভাগই সাধারণ মানুষ বলে জানিয়েছে জাতিসংঘ।

(ওএস/অ/জুলাই ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test