E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘মোদির স্ত্রীকে নোবেল পুরস্কার পাওয়া উচিত’

২০১৪ এপ্রিল ১৪ ১৩:১২:১৬
‘মোদির স্ত্রীকে নোবেল পুরস্কার পাওয়া উচিত’

আন্তজার্তিক ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন চিমনলাল মোদিকে ভারতরত্ন দেয়ার দাবি জানালেন কংগ্রেস নেতা ও আসামের মুখ্যমন্ত্রী তরুন গগৈ। দীর্ঘদিন অপেক্ষার পর কিছুদিন যাকে স্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছেন মোদি। তাকে ভারতরত্ন দেয়া উচিত বলে মন্তব্য করে রোববার গৌহাটিতে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন, ‘তিনি যন্ত্রনা ও আত্মত্যাগের প্রতীক।’
গগৈ বলেন, আগামী ১০ দিনের মধ্যে আমি যশোদাবেনকে ভারতরত্ন দেয়ার জন্য লিখিত সুপারিশ জানাতে চলেছি। ওনাকে শতকুর্নিশ। উনি একজন অসাধারণ মহিলা। নারীত্বের প্রতীক। শুধু দেশের কাছে নয়, গোটা দুনিয়ার কাছে উনি যন্ত্রণা ও আত্মত্যাগের নিদর্শন। মুখ বুজে সহ্য করার জন্য তার নোবেল পুরস্কার পাওয়া উচিত।

গগৈ বলেন, উনি একজন প্রকৃত সন্নাসী। নরেন্দ্র মোদি নিজেকে সন্নাসী হিসেবে দাবি করেন, কিন্তু প্রকৃতপক্ষে উনি একজন গেরুয়াধারী পুরুষ যিনি ক্ষমতা চান। মার্কিন সন্নাসী উনি। উনি শুধু মখ্যমন্ত্রীর পদটাই বোঝেন। এমন একজন মানুষ দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, মানবিক ইস্যু।

(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test